সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাজীপুরে জেলা প্রশাসনের  বিদায়ী সংর্বধনা 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে জেলা প্রশাসনের  বিদায়ী সংর্বধনা 

জেলা সমাজসেবা অফিস আয়োজিত ভানুয়া শিশু পরিবার বালিকা ভানুয়াতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের ঢাকা জেলা প্রশাসক হিসাবে পদায়ন হওয়ায় গত মঙ্গলবার বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। 

বিদায়ী জেলা প্রশাসক বলেন, যেখানে থাকি না কেন মা বাবা ছাড়া এ শিশু পরিবারকে ভুলব না তোমরা ভালভাবে লেখাপড়া করবে এখান থেকে ডাক্তার ম্যাজিস্ট্রেট ইঞ্জি. হবে। তোমাদের আঁকা ছবি আমাদের উপহার দিয়েছ এ ছবি মনের মধ্যে ছবি হয়ে থাকবে। 

তোমদের নৃত্য ছবি আঁকা কবিতা আবৃতি, খেলাধুলা, লেখা পড়া নিয়মিত চালিয়ে যাবে একদিন হয়ত অনেক বড় কর্মকর্তা হবে এ আশা ব্যক্ত করি। জেলা সমাজসেবা অফিস উপপরিচালক এস এম আনোয়ারুল করিমের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নিঝুম বিন্দিয়া। 

অন্যদের মধ্যে জেলা সমাজসেবা অফিস সহকারী পরিচালক এ টি এম তৌহিদুর রহমান, কাপাসিয়া সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল অমিন, শিশু পরিবারের শিক্ষার্থী মুনমুন আক্তার কেয়া, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অফিসার  মো. মিজানুর রহমান।

টিএইচ